Logo

সারাদেশ

বগুড়ায় ‘হানি ট্র্যাপের’ ফাঁদে ফেলে জিম্মি, নারীসহ গ্রেপ্তার ৭

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১২:৫৮

বগুড়ায় ‘হানি ট্র্যাপের’ ফাঁদে ফেলে জিম্মি, নারীসহ গ্রেপ্তার ৭

বগুড়ায় হানি ট্র্যাপের ফাঁদে ফেলে দুই ব্যক্তিকে জিম্মি করে চার লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিন নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছবি : বাংলাদেশের খবর

বগুড়ায় হানি ট্র্যাপের ফাঁদে ফেলে দুই ব্যক্তিকে জিম্মি করে চার লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিন নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে শহরের চকসূত্রাপুর শহীদ বিলু সড়কের পূর্ব পাশে রহমান ভিলার পঞ্চম তলার দক্ষিণ ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার চকসূত্রাপুর এলাকার সাইদুল ইসলামের স্ত্রী কেয়া বেগম (৩২), একই এলাকার মিজানুর রহমানের স্ত্রী আফসানা মিমি (২৪), ঘোড়াধাপ মধ্যেপাড়া এলাকার বিল্লাল হোসেনের স্ত্রী কামনুর নাহার (২২), চকসূত্রাপুর এলাকার মৃত গোলাপ কাজীর ছেলে মহসীন কাজী সিজান (৩৯), মজিবর সরকারের ছেলে ওমর সরকার (৩৫), চকসূত্রাপুরের জহুরুল পাড়া এলাকার মৃত দুলালের ছেলে এনামুল হোসেন (২৭) ও সুলতানগঞ্জ পাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে নয়ন হোসেন (৩৫)।

বগুড়ার গোয়েন্দা শাখার ওসি ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগীরা জানান, কিছু দিন আগে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কেয়া বেগমের সঙ্গে তাদের পরিচয় হয়। বৃহস্পতিবার দুপুরে দেখা করার কথা বলে কেয়া মোবাইল ফোনে তাদের শহরের চকসূত্রাপুর এলাকায় ডেকে নেয়। এরপর ওই ফ্ল্যাটে ডেকে নিয়ে গ্রেপ্তারকৃতদের সহযোগিতায় তাদের আটাকে রাখে। এ সময় তাদের মারধর ও মোবাইল ফোন কেড়ে নেয় তারা। পরে তাদের উলঙ্গ করে ভিডিও ধারণ করে চার লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

খবর পেয়ে জিম্মি দুই ব্যক্তির পরিবার ডিবি পুলিশের কাছে অভিযোগ করেন। পরে রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের উদ্ধারসহ অভিযুক্ত সাতজনকে গ্রেপ্তার করে।

ওসি ইকবাল বাহার জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে মহসীন কাজী সিজান ও ওমর সরকারের বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও রাহাজানিসহ ছয়টি করে মামলা রয়েছে। অভিযানের সময় তাদের হেফাজত থেকে পাঁচ হাজার একশ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জুয়েল হাসান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর