
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ায় ১০ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার বিকেলে শাজাহানপুর উপজেলার বনানী বাইপাস মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন- কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার হীরারকুঠি গ্রামের শমসের আলী (৩৫) ও শিংগিরভিটা গ্রামের সিরাজুল ইসলাম (৩৮)।
মো. আতোয়ার রহমান জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাক বনানী বাইপাস মোড়ে আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে পাথরের ভেতর লুকিয়ে রাখা একটি কাপড়ের বস্তা থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ট্রাকটি জব্দ এবং চালক ও সহকারীকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে গোপনে গাঁজা এক স্থান থেকে অন্য স্থানে সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জুয়েল হাসান/এমবি