Logo

সারাদেশ

অনিয়মের অভিযোগ : গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১৭:২৯

অনিয়মের অভিযোগ : গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

নওগাঁয় গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ || ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ তুলে নওগাঁয় জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে শহরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা কমিটির সাবেক সদস্য এবাদুল ইসলাম অভিযোগ করেন, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করা হচ্ছে না, মতামত উপেক্ষা করে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। কমিটি গঠনে অর্থ বাণিজ্যের অভিযোগও তোলেন তিনি।

জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাকিব খান অভিযোগ করেন, সদ্য ঘোষিত কমিটিতে স্বজনপ্রীতি হয়েছে এবং অযোগ্য ব্যক্তিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তিনি নওগাঁয় গণঅধিকার পরিষদকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

গত ২০ আগস্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁন স্বাক্ষরিত ৬৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সভাপতি করা হয়েছে আবু সাদাত সৌখিনকে ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ইমনকে।

এদিকে, সংগঠনের এক নেতা সাব্বির হোসেন বলেন, মোশাররফ হোসেন জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে থেকে আহত হয়েছেন এবং তিনি জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতির অপেক্ষায় আছেন।

ডিআর/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পদত্যাগ গণঅধিকার পরিষদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর