Logo

সারাদেশ

খাগড়াছড়িতে মায়ের বালিশচাপায় দেড় বছরের শিশু মৃত্যুর অভিযোগ

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০৯:৫২

খাগড়াছড়িতে মায়ের বালিশচাপায় দেড় বছরের শিশু মৃত্যুর অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়ি সদর উপজেলার শান্তি এলাকায় মায়ের বালিশচাপায় দেড় বছরের শিশু মো. তহিদুল আলম আভান নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার গভীর রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, নিহত শিশুর বাবা মো. মোস্তাফিজুর রহমান একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। চাকরির সুবাদে তিনি পরিবার নিয়ে খাগড়াছড়ি সদর শান্তি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার রাতের কোনো একসময় শিশুর মা সাবিনা ইয়াসমিন ঘুমন্ত সন্তানকে বালিশচাপা দেন। এতে শিশুটির মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মা সাবিনা ইয়াসমিনকে আটক করে থানায় নিয়ে যায়। শিশুর লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শিশুর বাবা মো. মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার ওষুধ বিপণনের কাজে পানছড়িতে গিয়েছিলেন। রাতে দেরি হওয়ায় বাড়ি ফিরতে পারেননি। রাত তিনটার দিকে ফোনে খবর পান, তার সন্তান খুন হয়েছে।

ওসি আব্দুল বাতেন মৃধা জানান, রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, সাবিনা ইয়াসমিন মানসিকভাবে অসুস্থ। তাকে আটক করে থানায় আনা হয়েছে।

ছোটন বিশ্বাস/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিশু মৃত্যু হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর