Logo

সারাদেশ

ঝিনাইদহে মশাল হাতে গণঅধিকার বিক্ষোভ মিছিল

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১২:২৬

ঝিনাইদহে মশাল হাতে গণঅধিকার বিক্ষোভ মিছিল

ছবি : বাংলাদেশের খবর

ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের মিছিলে হামলার প্রতিবাদে ঝিনাইদহে শুক্রবার (২৯ আগস্ট) রাতে মশাল মিছিল করেছে জেলা গণঅধিকার পরিষদ। মিছিলটি শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে শহর ঘুরে পায়া চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

ঘটনার পরপরই ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

মিছিলে উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক শাখাওয়াত হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হান, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মিশন আলীসহ অন্যান্য নেতা-কর্মীরা।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ১৮ ও ২৪-এর কোটা আন্দোলনের নেতাদের উপর হামলা করে তাদের কখনো দমিয়ে রাখা যাবে না। গণ অভ্যুত্থানের এক বছর পরেও এমন হামলা মেনে নেওয়া যায় না।

তারা আরও বলেন, জাতীয় পার্টির কার্যালয়ের সামনে রাশেদ খানসহ সংশ্লিষ্ট নেতাদের ওপর হামলার ঘটনায় আ. লীগ ও জাতীয় পার্টির সমন্বিত দায় রয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তি না হলে গণঅধিকার পরিষদ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে।

এম বুরহান উদ্দীন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর