Logo

সারাদেশ

পঞ্চগড়ে ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় শিশুসহ নিহত ২

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১২:৩৮

পঞ্চগড়ে ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় শিশুসহ নিহত ২

ছবি : সংগৃহীত

পঞ্চগড়ে ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় শিশুসহ দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যার পর পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের মৈত্রী চা কারখানার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইয়াসিন আলী (৭) ও আহমদ আলী (৫৫)। শিশু ইয়াসিন জেলা সদর উপজেলার জগদল গোয়ালপাড়ার আব্দুস সালামের ছেলে এবং আহমদ আলী জগদল বালিয়াডাঙ্গীর লুৎফর রহমানের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন একই উপজেলার চৈতন্যপাড়ার ইজিবাইক চালক শরিফুল ইসলাম (৪৫), নিহত ইয়াসিনের বড় ভাই সাদেকুল ইসলাম (৩০) ও কাজীরহাটের প্রিয়া আক্তার (১৭)।

স্থানীয়রা জানান, যাত্রীরা ইজিবাইকে জেলা শহর থেকে জগদল বাজারের দিকে যাচ্ছিলেন। হ্যালিপ্যাড এলাকার মৈত্রী চা কারখানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ডিবি পুলিশের একটি মাইক্রোবাস একই দিকের একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে সামনের ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইক থেকে পড়ে পাঁচজন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। দায়িত্বরত চিকিৎসক ডা. শামসুল আরেফিন আহত ইয়াসিন ও আহমদ আলীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত চালক শরিফুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়। বাকি দুজন সাদেকুল ইসলাম ও প্রিয়া আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা মাইক্রোবাস ও ট্রাক আটক করে মহাসড়ক অবরোধ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. শামসুল আরেফিন শুভ জানান, আহত পাঁচজনের মধ্যে দুজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। বাকি তিনজনের মধ্যে একজনকে রংপুরে পাঠানো হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন মারা গেছেন এবং তিনজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের মহাসড়ক অবরোধে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন যাতায়াত স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

দোয়েল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর