Logo

সারাদেশ

জয়পুরহাটে ধর্ষণের চেষ্টা, যুবকের বিশেষ অঙ্গ কর্তনের অভিযোগ

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১২:৫০

জয়পুরহাটে ধর্ষণের চেষ্টা, যুবকের বিশেষ অঙ্গ কর্তনের অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

জয়পুরহাটের কালাই উপজেলায় ধর্ষণের চেষ্টার সময় এক যুবকের লিঙ্গ কর্তনের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ থানায় মামলা দায়ের করেছেন। শুক্রবার রাতে উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত মেজবাউল ইসলাম (৪৬), দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। শুক্রবার রাতে বাড়িতে একা পেয়ে মেজবাউল ইসলাম জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। আত্মরক্ষার্থে গৃহবধূ ব্লেড ব্যবহার করে তার পুরুষাঙ্গ কর্তন করেন।  পরে ঘটনাস্থল থেকে মেজবাউল পালিয়ে যান। ঘটনার পর গৃহবধূ কালাই থানায় মামলা দায়ের করেন।

অন্যদিকে, আহত মেজবাউল ইসলামকে তার পরিবার ঢাকায় নিয়ে চিকিৎসা করাচ্ছে। পরিবার দাবি করেছে, পূর্বশত্রুতার জেরে গৃহবধূ এ ঘটনা ঘটিয়েছেন ওই গৃহবধূ।

কালাই থানার পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্র নাথ সিংহ বলেন, ভুক্তভোগী গৃহবধূ মামলা দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত মেজবাউল বা তার পরিবার কোনো লিখিত অভিযোগ দেয়নি।

মাহফুজ রহমান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ধর্ষণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর