Logo

সারাদেশ

শিবচরে চার বাসের সংঘর্ষ, আহত অন্তত ২০

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১২:৫৫

আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১৭:৫০

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে চারটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন। দুর্ঘটনার পর ঢাকামুখী লেনে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শিবচরের পাঁচ্চর এলাকায় এ ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট সবুজ মিয়া জানান, সকাল ৯টার দিকে ফরিদপুর থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপর উঠে যায়। এর অল্প সময় পর টুঙ্গিপাড়া এক্সপ্রেসের আরেকটি বাসও ডিভাইডারে উঠে যায়। এরপর নড়াইল এক্সপ্রেসের একটি বাস ডিভাইডারে ধাক্কা দেয়। এ সময় সাকুরা পরিবহনের একটি বাস নড়াইল এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে।

ক্রমাগত সংঘর্ষে চারটি বাসই দুর্ঘটনার শিকার হয় এবং অন্তত ২০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হয়।

শিবচর হাইওয়ে থানার এসআই সবুজ মিয়া বলেন, বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মো. খলিল মিয়া/এআরএস/ওকেআর/এএইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর