Logo

সারাদেশ

নতুন নির্বাচন ও সংবিধান সংস্কারের দাবিতে ফরিদপুরে এনসিপির উঠান বৈঠক

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৩:১৩

নতুন নির্বাচন ও সংবিধান সংস্কারের দাবিতে ফরিদপুরে এনসিপির উঠান বৈঠক

ছবি : বাংলাদেশের খবর

গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে ফরিদপুরে উঠান বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (৩০ আগস্ট) ফরিদপুর শহরের আলিপুর খাঁ বাড়িতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এনসিপির ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই বৈঠকে বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নতুন সংবিধান প্রণয়ন এবং স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। তারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবি জানান।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটি সার্বজনীন সংস্কার প্রয়োজন। নতুন আইনের অধীনে স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই এই লক্ষ্য অর্জন সম্ভব।

বৈঠকে স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ নাগরিকরাও উপস্থিত ছিলেন। তারা বক্তাদের দাবির প্রতি সমর্থন জানান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অনিক রায়, ফরিদপুরের প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা, যুগ্ম সমন্বয়কারী সাইফ হাসান (সাকিব), যুগ্ম সমন্বয়কারী বায়েজিত হোসেন সাহেদসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

অপূর্ব অসীম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর