Logo

সারাদেশ

মুক্তিপণের টাকায় ঋণ শোধ করতে শিশু অপহরণ, অতঃপর হত্যা

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৩:২৭

মুক্তিপণের টাকায় ঋণ শোধ করতে শিশু অপহরণ, অতঃপর হত্যা

ছবি : বাংলাদেশের খবর

ঢাকার আশুলিয়ায় মুক্তিপণের অর্থে ঋণ শোধ করতে পাঁচ বছরের শিশু জোনায়েদকে অপহরণ করে হত্যা করেছে মোরসালিন নামের এক ব্যক্তি। অপহরণের ১৩ দিন পর র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল মোরসালিনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুর গলিত মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে আশুলিয়ার ফারুকনগর এলাকার একটি জঙ্গল থেকে জোনায়েদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জোনায়েদ গাইবান্ধা সদর উপজেলার খামার বোয়ালি গ্রামের সাগর মিয়ার ছেলে। সে তার পোশাক শ্রমিক বাবা-মায়ের সঙ্গে আশুলিয়ার ফারুকনগর এলাকার মিয়াজ উদ্দিন ভান্ডারির বাড়িতে ভাড়া থাকত।

গ্রেপ্তারকৃত মোরসালিন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাপাসিয়া পাড়ার মামুন আলীর ছেলে। সেও একই বাড়ির ভাড়াটিয়া।

র‍্যাব জানায়, গত ১৬ আগস্ট খেলাধুলার কথা বলে মোরসালিন জোনায়েদকে জঙ্গলে নিয়ে যায়। সেখানে শিশুটিকে আটক রেখে তার পরিহিত টি-শার্ট দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর মরদেহটি জঙ্গলে ফেলে রেখে পরদিন লতাপাতা দিয়ে ঢেকে দেয়। দীর্ঘদিন নিখোঁজের পর গত ২৮ আগস্ট মোরসালিন শিশুটির মায়ের কাছে ফোন করে ১০ হাজার টাকা দাবি করে এবং বাকি ৩০ হাজার পরে পরিশোধের শর্তে শিশুকে ফেরত দেওয়ার কথা বলে। সেই ফোনকলের সূত্র ধরে র‍্যাব মোরসালিনকে আটক করে।

র‍্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরসালিন স্বীকার করেছে যে, ঋণের দায় মেটাতে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করে হত্যা করে।

তিনি আরও বলেন, মুক্তিপণের দাবি জানানো ফোনকলের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোরসালিনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী জঙ্গল থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার করা হয়।

হাসান ভূইয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর