Logo

সারাদেশ

নুরের ওপর হামলা ‘সুগভীর ষড়যন্ত্রের অংশ’ : অ্যাটর্নি জেনারেল

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৪:১৪

নুরের ওপর হামলা ‘সুগভীর ষড়যন্ত্রের অংশ’ : অ্যাটর্নি জেনারেল

ছবি : বাংলাদেশের খবর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা ‘কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ’ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নুরের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক, নিন্দনীয় ও অপরাধমূলক। জাতীয় পার্টি ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত মানুষের রক্তের সঙ্গে বেঈমানি করেছে। তারা জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছিল। এবারও তারা তাদের পুরোনো ইতিহাসের পুনরাবৃত্তি করেছে।’

তিনি বলেন, ‘যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, তবে জাতীয় পার্টি কেন নয়? নিষিদ্ধ ঘোষণার দাবির বিষয়টি আইনগতভাবে যাচাই-বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘মানুষের মধ্যে ১৭ বছরের ক্ষোভ যেভাবে বহিঃপ্রকাশ হচ্ছে তা অনাকাঙ্ক্ষিত। আইনশৃঙ্খলা বাহিনী মব-ধরনের ঘটনাগুলো তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘চোরাবালিতে ডুবে যাওয়া বাংলাদেশ এক যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। নতুন বাংলাদেশ গড়তে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমরা জীবন দিয়েছে। এই নতুন বাংলাদেশে দুর্নীতিবাজদের মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না।’

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘পতিত সরকারের আমলে বেসরকারি স্কুল-কলেজে নিয়োগের নামে কারা টাকা নিয়েছে, আপনারা প্রকাশ করুন। আমরা দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচনে বদ্ধপরিকর।’

তিনি ব্রিটেনের ইতিহাস তুলে ধরে বলেন, ‘১৬৪৯ সালে রাজা চার্লস প্রথমকে হত্যার বিচার হয় ‘রেজিসাইড কোর্ট’-এ। হত্যার অন্যতম কারিগর স্বৈরশাসক অলিভার ক্রমওয়েল মৃত থাকলেও তার লাশ কবর থেকে তুলে ১৬৬১ সালের ৩০ জানুয়ারি ফাঁসিতে ঝোলানো হয়। ফাঁসির পর তার মাথা কেটে আলাদা করে প্রদর্শন করা হয়। এরপর আর সেখানে কোনো স্বৈরশাসক জন্ম নেয়নি।’

এর আগে সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে টেলিভিশন সেন্টার পাড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল। পরে শহরের সরকারি কেশবচন্দ্র (কেসি) মহাবিদ্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু বকর সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর এবং গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সাখাওয়াত হোসেন।

এম বুরহান উদ্দীন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণঅধিকার পরিষদ নুরুল হক নুর হামলা ও ভাংচুর সংঘর্ষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর