
ছবি : বাংলাদেশের খবর
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর রাস্তার মাথা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি শনিবার (৩০ আগস্ট) ঘটেছে।
নিহত যুবক মো. শাহীন (২১) ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকার মোহাম্মদ সাইফুল ইসলামের ছেলে। আহত ইউনুছ একই উপজেলার মহুরিগঞ্জ এলাকার আবু তাহেরের ছেলে।
পুলিশ ও পরিবারের তথ্য অনুযায়ী, নিহত শাহীন শহরের একটি সেন্টারে এয়ারকন্ডিশন এসি মেকানিকের কাজ শিখছিলেন। আহত ইউনুছও একই সেন্টারে এসি মেরামতের কাজ শিখছিলেন। তারা প্রতিদিনের মতো ফেনী যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন।
ফেনী মহিপাল হাইওয়ে পুলিশের ওসি হারুন উর রশিদ জানান, দুর্ঘটনার পরে দুজনকেই উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ মোটরসাইকেল জব্দ করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
এমরান পাটোয়ারী/এআরএস