খাগড়াছড়িতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৪:৩৫
-68b2b7e5c5d63.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে পানছড়ি উপজেলার ছোট তারাবনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে ৫টি ফিল্ড অ্যাম্বুলেন্সের মাধ্যমে ৬ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।
সকালে ক্যাম্প উদ্বোধন করেন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল মো. রাকিবুল ইসলাম। তিনি সেবা গ্রহীতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
লে. কর্নেল রাকিবুল ইসলাম বলেন, ‘পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা আরও বেগবান ও শক্তিশালী করতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’
চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলামসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা।
সেবা গ্রহীতারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ছোটন বিশ্বাস/এআরএস