কুষ্টিয়ায় নিরাপদ সড়ক সচেতনতায় পথসভা ও লিফলেট বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৪:৪৭
-68b2baa64554f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
‘সাবধানে চালাব গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা শাখা শনিবার (৩০ আগস্ট) শহরের মজমপুর গেটে পথসভা ও লিফলেট বিতরণ করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নুরুন্নবী বাবু। প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা ও স্পেশাল পিপি অ্যাডভোকেট শামিম উল হাসান অপু। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আব্দুর রাজ্জাক বাচ্চু, লাকি মিজান ও প্রতিষ্ঠাতা সভাপতি কে এম জাহিদ।
প্রধান অতিথি অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, ‘দুর্ঘটনা শুধু জীবন নয়, অনেক পরিবারের স্বপ্ন ও শান্তিও ধ্বংস করে। জনসচেতনতা বাড়ানো ও সরকারি-বেসরকারি উদ্যোগ জরুরি।’
বক্তারা বলেন, ‘সচেতন হলে সড়কে শৃঙ্খলা স্থাপন সম্ভব। নিয়ম মেনে গাড়ি চালালে ও ট্রাফিক আইন মানলে দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে যাবে।’
লিফলেটে উঠে আসে নিরাপদ সড়কের নিয়মাবলী যেমন হেলমেট পরা, সিটবেল্ট বাঁধা, মোবাইল এড়িয়ে চলা, জেব্রা ক্রসিংয়ে থামা, মাদকাসক্ত চালক এড়িয়ে চলা ইত্যাদি। সভা শেষে সবাই সড়ক দুর্ঘটনা রোধে ঐক্যবদ্ধ থাকার প্রতিজ্ঞা করেন।
আকরামুজ্জামান আরিফ/এআরএস