Logo

সারাদেশ

জামালপুরে রাজনীতিকে বিদায় জানালেন নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান পাশা

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, জামালপুর

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৪:৫৬

জামালপুরে রাজনীতিকে বিদায় জানালেন নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান পাশা

ছবি : বাংলাদেশের খবর

জামালপুরের মেলান্দহে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নৌকা প্রতীকে নির্বাচিত ৪নং নাংলা ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে মেলান্দহ বাজারে নিজস্ব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, বয়সজনিত অসুস্থতা ও শারীরিক সীমাবদ্ধতার কারণে তিনি আর সক্রিয় রাজনীতিতে থাকতে পারছেন না।

কিসমত পাশা বলেন, ‘রাজনৈতিক জীবনে জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এবং মেলান্দহ উপজেলা শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি।’

তিনি বলেন, সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে কাজ করেছি। এখন বয়স ও শারীরিক সমস্যার কারণে আর রাজনীতি করা সম্ভব নয়। তবে মানুষের কল্যাণে সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাব।

মেহেদী হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ সংবাদ সম্মেলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর