জামালপুর-১ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, জামালপুর
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৫:৩৮
-68b2c687d9047.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জামালপুরের বকশীগঞ্জে জোরপূর্বক জমি দখলের অভিযোগে জামালপুর-১ আসনের জামায়াতের সম্ভাব্য প্রার্থী নাজমুল হক সাঈদীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় পৌর এলাকার পাখিমারা জিগাতলা গ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জিগাতলা গ্রামের হোসনেয়ারা বেগম, কালা মিয়া ও দুলাল মিয়া।
ভুক্তভোগী দুলাল মিয়া সংবাদ সম্মেলনে বলেন, ‘জিগাতলা গ্রামের ফেরদৌস মিয়ার সঙ্গে আমাদের স্বত্ব দখলীয় ১৩ শতাংশ জমি নিয়ে আমার মা বুলি বেগমের আদালতে মামলা চলছে। আদালতের নিষ্পত্তি না হতেই শুক্রবার আমাদের বসতভিটার ১৩ শতাংশ জমি জামায়াত শুরা সদস্য নাজমুল হক সাঈদী ও শরিফ উদ্দিনের প্রত্যক্ষ মদদে জোরপূর্বক দখল করা হয়েছে। প্রতিবাদ করলে বাড়িতে থাকা নারীদের শ্লীলতাহানী করা হয় বলে অভিযোগ করেন তিনি।’
তিনি আরও জানান, জামায়াত শিবিরের লোকজন তাদের এলাকা ছাড়ার হুমকি দিচ্ছেন। তাই তারা জীবন ও সম্পত্তির নিরাপত্তা চান এবং দখল হওয়া জমি ফেরতের দাবি জানিয়েছেন।
এই বিষয়ে নাজমুল হক সাঈদীকে বক্তব্যের জন্য কল দিলে তিনি মিটিংয়ে থাকার কথা বলে ফোন রেখে দেন।
মেহেদী হাসান/এআরএস