আশুলিয়ায় মুক্তিপণের দাবিতে শিশু হত্যা, হাড়-খুলি উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৬:৩৮

ছবি : বাংলাদেশের খবর
ঢাকার আশুলিয়ায় মুক্তিপণের দাবিতে অপহরণের পর জোনাইদ হোসেন (৫) নামের এক শিশুকে হত্যা করা হয়েছে। র্যাব-৪ এর অভিযানে শিশুর মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত প্রধান আসামি মো. মোরসালিন হোসেন (১৯) গ্রেপ্তার হয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ২৯ আগস্ট সন্ধ্যায় আশুলিয়ার মধুপুর ফারুকনগর এলাকায় অভিযান চালিয়ে মোরসালিনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে ওই এলাকার একটি ঝোপ থেকে ওই শিশুর জুতা ও গেঞ্জিসহ তার খুলি এবং হাড় উদ্ধার করা হয়।
মামলার এজাহার ও র্যাবের তথ্য অনুযায়ী, নিহত জোনাইদ শ্রীপুর এলাকার ভাড়াটিয়া পরিবারের সন্তান। তার বাবা রাজমিস্ত্রি ও মা গার্মেন্টসকর্মী। একই বাড়িতে ভাড়াটিয়া ছিলেন আসামি মোরসালিন।
গত ১৬ আগস্ট বিকেলে বাসার সামনে থেকে জোনাইদকে অপহরণ করে মোরসালিন। মুক্তিপণ আদায়ের পরিকল্পনা থাকলেও শিশুটি মারা গেলে মরদেহ ঝোপে ফেলে রাখে সে। পরে সন্দেহ এড়াতে পরিবারকে সঙ্গে নিয়ে শিশুকে খোঁজার ভানও করে।
পরিবার শিশুকে না পেয়ে আশুলিয়া থানায় নিখোঁজ ডায়েরি করে। পরে ২৮ আগস্ট শিশুর মায়ের কাছে ফোন করে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে মোরসালিন। এ অভিযোগের পর র্যাব অভিযান শুরু করে এবং পরদিন আসামিকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরসালিন হত্যার কথা স্বীকার করেছে। তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আরিফুল ইসলাম সাব্বির/এএ