Logo

সারাদেশ

পঞ্চগড়ে বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৬:৫৩

পঞ্চগড়ে বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

ছবি : বাংলাদেশের খবর

পঞ্চগড়ে বিএনপির আসনভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে চেম্বার অব কমার্স মিলনায়তনে বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমি এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

পঞ্চগড় ১ আসনের তেঁতুলিয়া, সদর ও আটোয়ারী উপজেলার তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মতবিনিময় করেন। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা তাদের মতামত তুলে ধরেন।

জেলার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সম্পাদক কাদের হালিমী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিনা পারভীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, সদস্য রুবেল পাটোয়ারী, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম মোল্লাসহ অন্যান্য তৃণমূল নেতা-কর্মীরা।

এসকে দোয়েল/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর