নীলফামারীতে নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৭:২০

ছবি : বাংলাদেশের খবর
নীলফামারীতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরুর ওপর হামলার প্রতিবাদ এবং জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে এই সমাবেশ আয়োজন করে গণঅধিকার পরিষদ নীলফামারী জেলা শাখা। সমাবেশে একাত্মতা প্রকাশ করে অংশ নেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা-কর্মীরা।
গণঅধিকার পরিষদ জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন এনসিপির জেলা শাখার প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ, সদস্য আখতারুজ্জামান, গণঅধিকার পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মনোয়ার হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এ কে উদার, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ওমর ফারুক ও জুলাই যোদ্ধা সংসদের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান।
জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমাদের নেতার কিছু হলে এর দায় সরকারকে নিতে হবে। ভিপি নুর একদিনে তৈরি হয়নি। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের অন্যতম কারিগর তিনি।’
বক্তারা ২৯ আগস্ট রাতের নুরুল হক নুরুর ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি নিষিদ্ধ ও গোলাম মোহাম্মদ কাদেরকে গ্রেপ্তারেরও দাবি জানান।
এর আগে জেলা শহরের বড় বাজারস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
তৈয়ব আলী সরকার/এএ