Logo

সারাদেশ

চট্টগ্রামে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৩ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

Icon

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৭:৫৯

চট্টগ্রামে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ৩ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। 

দুর্ঘটনার পর চট্টগ্রামমুখী ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও আপ লাইন ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। ঘটনার ৩ ঘণ্টা পর বিকেল ৩টার দিকে উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে নিশ্চিত করেছে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিক।

রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী ট্রেনটির ইঞ্জিনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামমুখী মূল লেনে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। তবে ঢাকামুখী লাইন ব্যবহার করে উভয়মুখী ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।

বড়তাকিয়া রেলস্টেশন মাস্টার মো. শামসুদৌহা জানান, দ্রুত উদ্ধারকারী টিম এসে লাইনচ্যুত বগিটি সরিয়ে নেয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সাফায়েত মেহেদী/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ট্রেন চলাচল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর