হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে আলফাডাঙ্গায় মানববন্ধন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৮:২৩
-68b2ed449ebf3.png)
হোমিওপ্যাথিক চিকিৎসকদের বিরুদ্ধে বিএমডিসির মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ফরিদপুরের আলফাডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত করেছে।
শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পৌর সদরের কাজী সিরাজুল ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে কলেজটির শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী এবং পৌর এলাকার হোমিওপ্যাথিক চিকিৎসকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) সম্প্রতি হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজের বিরুদ্ধে বিভ্রান্তিকর, মিথ্যা ও অপপ্রচারমূলক বিবৃতি প্রদান করেছে। যা দেশের ৫০ হাজারের অধিক নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসক এবং দেশের জনগণের হোমিওপ্যাথি চিকিৎসা ও আস্থার প্রতি এক চরম আঘাত হেনেছে।
তারা বলেন, বাংলাদেশের প্রচলিত হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ অনুযায়ী, হোমিও চিকিৎসকরা ‘ডা.’ উপাধি ব্যবহারের বৈধ অধিকার রাখেন। অথচ এ বিষয়কে অস্বীকার করে বিএমডিসি মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে, যা অসাংবিধানিক, অনৈতিক এবং পেশাজীবী চিকিৎসকদের মর্যাদা ক্ষুণ্ন করছে। তাই দেশের সব হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ, এ অন্যায় ও মিথ্যা প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে।
এসময় মানববন্ধনে কাজী সিরাজুল ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. মনোয়ারা বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন, কলেজের উপাধ্যক্ষ ডা. সমীর কুমার বালা, সহকারী অধ্যাপক বিকাশ চন্দ্র মল্লিক, মফিজুর রহমান, প্রদীপ কুমার সরকার, মেডিকেল কর্মকর্তা সালমা আহম্মেদ, উপজেলা হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশনের সভাপতি কে এম আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক ডা. চঞ্চল কুমার বিশ্বাস প্রমুখ।
রাকিবুল/এইচকে