বাকপ্রতিবন্ধীর ঘরেও ভাঙচুর করল ওরা!

মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৮:৩৩
-68b2ef7cb2f6d.png)
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রামের ষাটোর্ধ্ব বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ঝর্ণা বেগম। বয়সের ভারে ন্যুব্জ হলেও স্বামীর মৃত্যুর পরে অভাবের সংসারে অন্যের বাড়িতে কাজ করে কোনোরকমে সংসার চলে তার। আধপেট খেয়ে কিছু টাকা জমিয়ে তৈরি করেছিলেন একটি টিনের ঘর। সেখানেই বসবাস করতেন। ঝর্ণা বেগমের পরিবারের কেউ থাকেন না কোনো ঝামেলায়। তবুও শক্তির মহড়া দিতে গিয়ে অসহায় ঝর্ণা বেগমের বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। হামলা চালিয়ে তার বসতঘর ও আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। তার অপরাধ, তার ভ্যানচালক ছেলে সামাজিকভাবে একটি গ্রাম্য দলের অন্তর্ভুক্ত।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে ঝর্ণা বেগমের বাড়িতে গিয়ে দেখা যায়, তার টিনের ঘরটির বেড়ার চারদিকে ভাঙচুর করা হয়েছে। বিভিন্ন টিন খুলে নিয়ে যাওয়া হয়েছে। ঘরের ভিতরের ফ্রিজ, আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। ভাতের হাড়ি, থালাবাসনগুলো এলোমেলো পড়ে আছে। ভাঙা ও টিন কাটা ঘরে কীভাবে থাকবেন আর তা মেরামতই বা কীভাবে করবেন, এ ভেবেই দিশেহারা বৃদ্ধা। বাংলাদেশের খবরের প্রতিবেদককে দেখে হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর-ব্রাহ্মণ জাটিগ্রাম গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ইউপি সদস্য সৈয়দ শরিফুল ইসলামের সঙ্গে পরাজিত ইউপি সদস্য পদপ্রার্থী বোরহান মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সকাল ১১টায় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৫ জন আহত ও বেশকিছু বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। তবে বোরহান মিয়ার নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল নিরীহ বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ঝর্ণা বেগমের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের এই অমানবিক ঘটনার বিরুদ্ধে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে ক্ষোভের ঝড়।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।