Logo

সারাদেশ

কুমিল্লায় নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৮:৩৪

কুমিল্লায় নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ছবি : বাংলাদেশের খবর

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের প্রধান নুরুল হক নুর ও কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে দলের নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে কুমিল্লা কোটবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়। এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা নুরুল হক নুরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অবরোধ চলাকালে বক্তারা বলেন, ‘দেশের গণতান্ত্রিক আন্দোলন দমাতে সরকারবিরোধী দলের নেতাকর্মীদের ওপর একের পর এক হামলা চালাচ্ছে। নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের কোনো নেতাকর্মীর ওপর ফের হামলা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।’

একপর্যায়ে পুলিশের হস্তক্ষেপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। 

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, ‘আমরা আন্দোলনকারীদের গিয়ে বুঝিয়ে বলাতে তারা রাস্তা ছেড়ে আন্দোলন তুলে নিয়েছে। গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে।’

আন্দোলন তুলে নেওয়ার আগে ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের শাস্তির ব্যবস্থা না করলে ফের রাজপথ অচল করে দেওয়া হবে বলে ঘোষণা দেন আন্দোলনকারীরা।

সোহাইবুল ইসলাম সোহাগ/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক অবরোধ নুরুল হক নুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর