Logo

সারাদেশ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৮ বাংলাদেশি আটক

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ২১:২৩

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৮ বাংলাদেশি আটক

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) সদস্যরা।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ৫৮ বিজিবির অধীন শ্রীনাথপুর বিজিবি ক্যাম্পের টহল দল সীমান্তে অভিযান চালিয়ে ভারতে যাওয়ার সময় ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। তাদের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ ও ৩ জন শিশু রয়েছেন।

আটককৃতরা নোয়াখালী ও যশোর জেলার বাসিন্দা। আটককৃতদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাজ্জাদুর রহমান জানান, আটককৃতদের বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে।

এম বুরহান উদ্দীন/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর