নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে : যুবদল নেতা পিংকু

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ২১:৪৪

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু বলেছেন, দেশের নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। তিনি বলেন, ‘নির্বাচন বানচালের যেকোনো প্রচেষ্টা দেশের মানুষকে সঙ্গে নিয়ে রুখে দেয়া হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ এবং ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এখন দেশের মানুষ আগামী নির্বাচনের মুখোমুখি দাঁড়াচ্ছে, আর সেই নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র কাউকে করার সুযোগ দেওয়া হবে না।’
শনিবার (৩০ আগস্ট) বিকেলে ফরিদপুরের সদর উপজেলার মাচ্চর ও ঈশান গোপালপুর ইউনিয়নের শিবরামপুর, পিঠা কুমরা বাজার ও রসুলপুর এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. ইউনূসের নির্বাচনের সদিচ্ছা দেশবাসী দেখেছে এবং নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। তবে ঢাকায় নুরুল হক নুরুর ওপর হামলার ঘটনা আমাদের জন্য আশঙ্কাজনক। নুর ছিলেন গণতন্ত্র উত্তরণের যুদ্ধে আপোষহীন নেতা। আমরা বিগত ১৬ বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এই দিন দেখার যোগ্যতা অর্জন করেছি। যদি কোনোভাবে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়, তা আমরা রুখে দেব।’
অনুষ্ঠানে জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দিদার, বিএনপি নেতা ইদ্রিস মেম্বার, রব মেম্বারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।