Logo

সারাদেশ

যশোরে ছুরিকাঘাতে আ.লীগ নেতা খুন

Icon

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১২:৩১

যশোরে ছুরিকাঘাতে আ.লীগ নেতা খুন

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে আশরাফুল ইসলাম (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ বাজারের হবির চিড়ার মিলের সামনে আতাউরের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রামের মৃত আজহার আলী মাস্টারের ছেলে। তিনি মোবারকপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত ৯টার দিকে আশরাফুল ইসলাম স্থানীয় আতাউরের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ এসে তাকে লক্ষ্য করে উপর্যুপরি ছুরিকাঘাত করে। বুকে ছুরিকাঘাতের কারণে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

জাহাঙ্গীর আলম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর