খুলনায় জাপা কার্যালয়ে হামলা, পুলিশের লাঠিচার্জে আহত ১৫

খুলনা প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৪:০৬

ছবি : বাংলাদেশের খবর
খুলনা শহরের জাতীয় পার্টি (জাপা) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা এই হামলা চালায়।
এ সময় কার্যালয় থেকে কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও ব্যানার-প্লাকার্ড বের করে এনে অগ্নিসংযোগ করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে। ঘটনার পর কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গণঅধিকার পরিষদের দাবি, পুলিশের লাঠিচার্জ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় তাদের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
জাতীয় পার্টির খুলনা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাজু বলেন, ‘শনিবার সারাদিন আমরা কার্যালয়ে অবস্থান করছিলাম। বিকেলে প্রায় ৫০-৬০ জনের একটি মিছিল আমাদের অফিসের সামনে এসে মারমুখি অবস্থান নেয়। আমরা দ্রুত অফিস থেকে বের হয়ে ফটক তালাবদ্ধ করি। তারা গেট ভাঙার চেষ্টা করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। একটি গেট ভাঙলেও অপরটি ভাঙতে পারেনি। তবে কার্যালয়ের সাইনবোর্ড ভেঙে দেওয়া হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
হামলার বিষয়টি স্বীকার করে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সম্পাদক এসকে রাশেদ বলেন, ‘নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করছিলাম। জাপা কার্যালয়ের সামনে গেলে সেখানকার নেতাকর্মী ও পুলিশ আমাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৫-২০ জন আহত হয়ে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।’
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ‘গণঅধিকার পরিষদের কিছু নেতাকর্মী লাঠিসোটা নিয়ে মিছিলসহ জাপা অফিসের সামনে আসে। তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় অফিসের সাইনবোর্ড ভাঙচুর করা হয়।’
তারিকুল ইসলাম/এআরএস