Logo

সারাদেশ

নুরের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ, জাপা কার্যালয়ে ভাঙচুর

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৪:১৫

নুরের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ, জাপা কার্যালয়ে ভাঙচুর

ছবি : বাংলাদেশের খবর

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার প্রতিবাদে শনিবার (৩০ আগস্ট) গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গণ অধিকার পরিষনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন জেলা খানা মোড়ে এক সমাবেশে মিলিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সভাপতি শামসুজ্জামান সিদ্দিকী মামুন, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুমন বসুনিয়া, জুলাই যোদ্ধা সভাপতি মোহাম্মদ আমিনুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব বায়েজিদ বোস্তামী জিম, এনসিপি সংগঠক আতিকুর রহমান, ছাত্রশিবির, ইসলামী আন্দোলনসহ অন্যান্য দলের নেতাকর্মীরা।

বক্তারা জানান, নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তারা বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলেও একাধিকবার হামলার শিকার হয়েছেন নুর। গত বছরের ৫ আগস্টের পর সরকার পরিবর্তন হলেও এ ধরনের ন্যাক্কারজনক হামলা কেন ঘটলো তা প্রশ্নবিদ্ধ। তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

পরে নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের কাঠপট্টি এলাকায় জাতীয় পার্টি (জাপা) কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় জাপা নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে কিছুক্ষণ পর জাপা কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

জেলা জাপা সভাপতি সারোয়ার হোসেন শাহীন বিকেলে এক বিবৃতিতে এই হামলা ও ভাঙচুরের নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তার দাবি করেন।

তিনি বলেন, ‘বিকালে মিলনায়তনে একটি সভা চলছিল। সভা চলাকালীন সময়ে একদফা হামলার চেষ্টা করা হয়, যা প্রতিহত করা সম্ভব হয় আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে। সভা শেষে জাপা নেতাকর্মীরা অফিসে তালা মেরে চলে গেলে বৃষ্টির মধ্যে ১০-১৫ জন সাইনবোর্ড ও সার্টার ভাঙচুর করে। এই হামলা কাপুরুষোচিত।’

আতিকুর রহমান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় পার্টি হামলা ও ভাংচুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর