Logo

সারাদেশ

নুরের ওপর হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৪:৪০

নুরের ওপর হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় শনিবার (৩০ আগস্ট) বিক্ষোভ মিছিল, মশাল মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধের কর্মসূচি পালিত হয়েছে।

খাগড়াছড়ি, ফেনী, পঞ্চগড়, ঝিনাইদহ, জয়পুরহাট, ফরিদপুর, খুলনা, পটুয়াখালী, চট্টগ্রাম, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও ভোলাসহ একাধিক জেলায় অনুষ্ঠিত এই প্রতিবাদে অংশগ্রহণকারীরা হামলার নিন্দা জানিয়ে দায়ীদের শাস্তি, রাজনৈতিক ষড়যন্ত্র প্রতিহত এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন। বাংলাদেশের খবর’র জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।

খাগড়াছড়ি : গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ভিপি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অর্ধশতাধিক নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা গণঅধিকার পরিষদ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে চেঙ্গী স্কোয়ার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নেতৃত্ব দেন খাগড়াছড়ি জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন যুগ্ম সদস্য সচিব মো. ইব্রাহিম খলিল, মো. হুমায়ুন কবির, যুগ্ম সদস্য সচিব বরেন্দ্র ত্রিপুরা, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামসহ জেলা নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, রাষ্ট্রীয় সেনা, পুলিশ ও স্বৈরাচার খেতাবপ্রাপ্ত জাতীয় পার্টির হামলার নেপথ্যে সরকারের ইন্ধন রয়েছে। তারা জাতীয় পার্টি (জাপা)সহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান এবং হামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের আহ্বান জানান।

ফেনী : ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার শহীদুল্লা কায়সার সড়কের জহিরিয়া মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সভা পরিচালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাগনভূঞা উপজেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিম। বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকত, জেলা সংগঠক আবদুল্লাহ আল জোবায়ের, শাহওয়ালী উল্যাহ মানিক, গণঅধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক রেজাউল করিম সুজন, জাতীয় যুব শক্তির সংগঠক পারভেজ আহমেদ, এনসিপির সোনাগাজী উপজেলা যুগ্ম সমন্বয়কারী মোশারফ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালমান হোসেন, সোহরাহ হোসেন শাকিল, জুলাই যোদ্ধা ইকরাম মাসুদ খান পারভেজ প্রমুখ।

জাহিদুল ইসলাম সৈকত বলেন, ৫ আগস্ট শেখ হাসিনাকে হেলিকপ্টারে পালাতে সহযোগিতা করা সবারই জানা। এখন নতুন করে ১/১১-এর মতো পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। ভবিষ্যতে ভিপি নুর, তারেক রহমান, শফিকুর রহমান, হাসনাত আব্দুল্লাহ এমনকি নাহিদ ইসলামের ওপরও হামলা হতে পারে। তাই জুলাই আন্দোলনের শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। আবদুল্লাহ আল জোবায়ের বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ভিপি নূরের ওপর হামলা আওয়ামী লীগের ষড়যন্ত্রের অংশ। আওয়ামী দোসররা এখনও রাষ্ট্রের প্রতিটি সেক্টরে সক্রিয়।

পঞ্চগড় : নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে গণঅধিকার পরিষদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার দুপুরে জেলা শহরের জর্জকোর্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে আহ্বায়ক মাহাফুজার রহমান বলেন, বারবার হামলা চালানো সত্ত্বেও জাতীয় পার্টির নেতাকর্মীরা দণ্ডিত হচ্ছে না। তিনি সেনাপ্রধানের পদত্যাগ, স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ ও হামলাকারীদের বিচার দাবি করেন।

পরে সড়ক অবরোধ কর্মসূচিতে অবস্থান নিলে পুলিশ তাদের সরে যেতে বাধ্য করে। এ সময় যান চলাচল বিঘ্নিত হয়। একই দিনে আটোয়ারী উপজেলাতেও প্রতিবাদ সমাবেশ হয়।

ঝিনাইদহ : ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে জেলা গণঅধিকার পরিষদ। শনিবার বিকেল ৫টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে সমাবেশে পরিণত হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়, তবে আবারও হরতাল-অবরোধের মাধ্যমে নতুন সরকার গঠন করা হবে। তারা বলেন, জাতীয় পার্টির সঙ্গে এখনও আওয়ামী সন্ত্রাসীরা লুকিয়ে আছে, তাই দ্রুত দলটি নিষিদ্ধ করতে হবে। এছাড়া একই দিনে রাতে ঝিনাইদহে এনসিপির উদ্যোগে মশাল মিছিল বের হয়।

জয়পুরহাট : নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শনিবার বিকেলে জয়পুরহাটে গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের চতুরাঙ্গী মোড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে বক্তারা বলেন, জাতীয় পার্টির প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া বিগত তিনটি নির্বাচন সুষ্ঠু হতো না, বরং ওই সহযোগিতার মাধ্যমেই ভোট ডাকাতি, দমনপীড়ন ও গণতন্ত্র ধ্বংসের পথ সুগম হয়েছে। তারা অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই একই ধারা অব্যাহত রেখেছে। বক্তারা জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা, হামলাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী তৎপরতা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ভাঙ্গা (ফরিদপুর) : নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শনিবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গায় গণঅধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সমাবেশে নেতারা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান এবং বলেন, হামলার ঘটনায় অবিলম্বে দায়ীদের শাস্তির আওতায় না আনা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

খুলনা : কয়রা উপজেলায় গণঅধিকার পরিষদের ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা অভিযোগ করেন, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম এখনও দেশের স্থিতিশীলতা নষ্ট করছে। তারা দ্রুত এ দুটি জোটের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি জানান এবং হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।

বাউফল (পটুয়াখালী) : নুরুল হক নুরের ওপর সেনা ও পুলিশের হামলার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় বাউফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সরকারি ছত্রছায়ায় বারবার হামলা চালানো হচ্ছে এবং এর মাধ্যমে গণতন্ত্রকে দমন করার চেষ্টা চলছে। বক্তারা হামলাকারীদের বিচারের আওতায় না আনলে সারাদেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

পটিয়া (চট্টগ্রাম) : ফ্যাসিবাদবিরোধী ঐক্য মঞ্চের উদ্যোগে পটিয়ায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সমাবেশে ডা. এমদাদুল হাসান বলেন, ভিপি নুর গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে অপসারণ করেছিলেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে নতুন করে দমননীতি চাপিয়ে দেওয়া হচ্ছে। তিনি অবিলম্বে এ ধরনের হামলা বন্ধ ও দায়ীদের শাস্তির দাবি জানান।

নান্দাইল (ময়মনসিংহ) : শনিবার রাত ৯টায় নান্দাইলে গণঅধিকার পরিষদের উদ্যোগে মশাল মিছিল হয়। অংশগ্রহণকারীরা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা আরও বলেন, এই হামলার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে এবং জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে গণঅধিকার পরিষদ ও এনসিপির নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা চলা এই অবরোধে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বক্তারা হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও মশাল মিছিল হয়। নেতারা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেন এবং এ বিষয়ে ব্যর্থ হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন।

লালমোহন (ভোলা) : লালমোহনে গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় যারা আন্দোলন করছে তাদের ওপর হামলা মানে জনগণের কণ্ঠরোধ। তারা হামলাকারীদের দ্রুত চিহ্নিত ও শাস্তির দাবি জানান।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নুরুল হক নুর গণঅধিকার পরিষদ হামলা ও ভাংচুর বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর