Logo

সারাদেশ

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই : হাবিব হাসনাত

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৪:৫০

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই : হাবিব হাসনাত

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপি থেকে সম্ভাব্য মনোনয়নপ্রার্থী ও গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক এমডি সৈয়দ হাবিব হাসনাত বলেছেন, ‘আজকের বৈঠকের মূল উদ্দেশ্য হলো সবাইকে ঐক্যবদ্ধ করা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করা। আমরা চাই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব বাস্তবায়িত হবে।’

শনিবার (৩০ আগস্ট) দুপুরে পটিয়ার ভেল্লাপাড়া মিয়া বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভেল্লাপাড়া গ্রামের সাবেক ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম সওদাগর। প্রধান বক্তা ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব সৈয়দ মহিউদ্দিন আনসার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কর্ণফুলী থানার বিএনপির সদস্য সচিব পদপ্রার্থী মাহমুদুর রহমান মান্না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—গ্লোবাল ইসলামী ব্যাংকের ইনভেস্টমেন্ট ডিভিশনের প্রধান এস. এম. মিজানুর রহমান, সাবেক ওয়ার্ড ছাত্রদল সভাপতি শহিদুল আলম, জিরি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সেক্রেটারি মো. কাসেম, বেল্লাপাড়া যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাসান, পটিয়া উপজেলা যুবদলের সাবেক সহ-প্রচার সম্পাদক আনসার, কুসুমপুরা ইউনিয়ন যুবদল নেতা মোর্শেদ আলমসহ এলাকাবাসী।

এছাড়া আব্দুল মান্নান, মোহাম্মদ জাভেদ, নেজাম, শাফাত, এনাম, নজরুল, আমান, শামীম, হৃদয়, শাহেদ, ইমন, সামির, জিসান, নিজাম, শাহাদাত, আবুল কাশেম, রাশেদ, সালেম, ফারুক, আরিফ, মনজুরুল প্রমুখও বৈঠকে উপস্থিত ছিলেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর