বাবা হারালেন সাংবাদিক জিহাদ, বাংলাদেশের খবরের শোক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৭:৩৫

ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশের খবরের ব্রাহ্মণবাড়িয়া জেলা মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট লিটন হোসাইন জিহাদের বাবা মো. মালু মিয়া শেখ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)। রোববার (৩১ আগস্ট) সকাল ৯টা ২০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
মো. মালু মিয়া শেখ ছিলেন একজন আধ্যাত্মিক সাধক। এলাকাবাসীর কাছে তিনি ‘ফকির সাহেব’ নামে পরিচিত ছিলেন। জীবদ্দশায় তিনি সরল জীবনযাপন ও আধ্যাত্মিক সাধনায় নিজেকে নিয়োগ করে অসংখ্য গুণগ্রাহীর হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।
মৃত্যুকালে তিনি তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাজার নামাজ সোমবার বিকেল ৪টায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামের উত্তরপাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়।
সাংবাদিক জিহাদের বাবার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক ‘বাংলাদেশের খবর’-এর ডিজিটাল সংস্করণের প্রধান হাসনাত কাদীর এবং কান্ট্রি এডিটর আতাউর রহমান সোহাগ। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
মালু মিয়ার মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে।
এআরএস