নড়াইলে লাইসেন্সবিহীন সার বিক্রির অভিযোগে দোকান সিলগালা

নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৮:০১
-68b4399bccfe9.jpg)
ছবি : সংগৃহীত
নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নে লাইসেন্সবিহীন সার বিক্রির অভিযোগে এক সার ব্যবসায়ীর দোকান সিলগালা করেছেন নড়াইল সদর উপজেলা ভূমি কর্মকর্তা। রোববার (৩১ আগস্ট) দুপুরে চাকই মোল্লাহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন সদর উপজেলা ভূমি কর্মকর্তা দেবাশিষ অধিকারী।
সদর উপজেলা ভূমি কর্মকর্তা দেবাশিষ অধিকারী বলেন, ‘চাকই বাজারে সার ব্যবসায়ী জুয়েল শেখকে এর আগে লাইসেন্সবিহীন সার বিক্রির দায়ে জরিমানা করা হয়েছিল। আজ আমরা তাকে দোকানে পাইনি। বাড়ি থেকে লোক পাঠানো হয়েছিল, জুয়েল নিজে পালিয়ে গেছে। দোকানটি জব্দ করে স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেছি। এছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তা দোকানের সার বিক্রির ছবি তুলেছেন। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, প্রচলিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছিল।’
স্থানীয়রা জানিয়েছেন, চাকই মোল্লাহাট এলাকায় দীর্ঘদিন ধরে জুয়েল লাইসেন্সবিহীনভাবে সার বিক্রি করে আসছিলেন। তিনি রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এলাকাবাসীকে বাধ্য করতেন, এবং নিকট থেকে সার না কিনলে ক্রেতাদের নানা উপায়ে হয়রানি করতেন। প্রশাসনের জারি করা জরিমানার পরও তিনি অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।
স্থানীয়রা আরও জানান, তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ওয়ার্ড কমিটির সভাপতি, যার প্রভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।
তথ্য অনুযায়ী, জুয়েল স্থানীয় সার ডিলার আব্বাস আলি সর্দারের নিকট থেকে চোরাইভাবে সার সংগ্রহ করে চাকই বাজারে প্রকাশ্যে বিক্রি করতেন। এছাড়া জুয়েলের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, গাছ চুরি এবং অন্যান্য অভিযোগ রয়েছে।
কৃপা বিশ্বাস/এআরএস