Logo

সারাদেশ

ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৮:০৪

ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে গিয়ে বিপ্লব (৩০) নামের এক যুবক নদীতে ডুবে মারা গেছেন।

রোববার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার রমনা ইউনিয়নের ভট্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিপ্লব ওই ইউনিয়নের সাতঘরি এলাকার ছমছেল আলীর ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, বিপ্লব দুপুরে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে নদীতে যান। জাল ফেলতে গিয়ে স্রোতের পানিতে তিনি তলিয়ে যান। পরে স্থানীয়রা খোঁজা-খুঁজির প্রায় এক ঘণ্টা পর ভাটি থেকে তার মরদেহ উদ্ধার করে।

চিলমারী নৌ পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ জানান, নিখোঁজের এক ঘণ্টা পর বিপ্লবের মরদেহ উদ্ধার করা হয় এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত পানিতে মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর