খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার অনাস্থা শুনানি চলছে

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৮:১৯
-68b43dcfdca33.jpg)
ছবি : বাংলাদেশের খবর
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের শুনানি রোববার (৩১ আগস্ট) দুপুর আড়াইটায় জেলা পরিষদের কার্যালয়ের সম্মেলন কক্ষে শুরু হয়।
শুনানিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অতুল সরকার উপস্থিত রয়েছেন। অভিযুক্ত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, পরিষদের সকল সদস্য ও কর্মকর্তারা এ সময় উপস্থিত আছেন। শেষ থকর পাওয়া পর্যন্ত শুনানি এখনো চলছে।
এর আগে, সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে অসদাচারণ, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে পরিষদের ১৪ জন সদস্য অনাস্থা প্রস্তাব জমা দেন। অভিযোগগুলো দীর্ঘদিন তদন্তাধীন রয়েছে।
অভিযোগের প্রেক্ষিতে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে গত ৭ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে জেলা পরিষদের সকল কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়। এর পর বিভিন্ন সময়ে তদন্ত সম্পন্ন হয়। আজ সেই তদন্তের ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত শুনানি কার্যক্রম চলছে।
উল্লেখ্য, ৭ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত নোটিশে জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে সদস্যদের অবমূল্যায়ন, খারাপ আচরণ, হস্তান্তরিত বিভাগের প্রধান ও কর্মচারীদের সঙ্গে অসদাচারণ, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, শিক্ষকবদলি বাণিজ্য, ঠিকাদার বিল আটক রাখা ও ঘুষ বাণিজ্যসহ চরম দুর্নীতির অভিযোগে জেলা পরিষদের সকল কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।
ছোটন বিশ্বাস/এআরএস