Logo

সারাদেশ

হাতীবান্ধায় সংঘর্ষে নিহত আনোয়ারের লাশ নিয়ে মহাসড়ক অবরোধ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৮:২৯

হাতীবান্ধায় সংঘর্ষে নিহত আনোয়ারের লাশ নিয়ে মহাসড়ক অবরোধ

ছবি : বাংলাদেশের খবর

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সংঘর্ষে নিহত আনোয়ার হোসেনের মরদেহ নিয়ে বিচার দাবিতে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। এতে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে ঘন্টা খানেক মহাসড়ক বন্ধ থাকে।

রোববার (৩১ আগস্ট) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে হাতীবান্ধা মেডিকেল মোড়ে বিক্ষোভকারীরা লাশ নিয়ে এসে ন্যায়বিচারের দাবি জানান। নিহত আনোয়ার হোসেন উপজেলার সিংগিমারী এলাকার অহেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশের একটি ইউক্যালিপ্টাস গাছ কাটাকে কেন্দ্র করে গত ১৭ আগস্ট প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হন আনোয়ার হোসেন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধিন অবস্থায় রোববার সকালে চিকিৎসকরা আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার দিনই নিহতের পরিবার হামলাকারী ৪ জনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মামলা দায়ের করেন।

বিকেলে মৃত আনোয়ারের লাশ এলাকায় পৌঁছালে বিক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে ন্যায়বিচারের দাবি জানান।

লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) জয়ন্ত কুমার ঘটনাস্থলে এসে আশ্বাস দিলে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে দেন।

রাহেবুল ইসলাম টিটুল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক অবরোধ মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর