Logo

সারাদেশ

সোনারগাঁ হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকের ফাঁসি

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৯:১১

সোনারগাঁ হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকের ফাঁসি

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দলিল লিখক মোশাররফ হোসেন ভূঁইয়া (৪৫) হত্যা মামলায় আদালত এক আসামিকে মৃত্যুদণ্ড এবং অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

রোববার (৩১ আগস্ট) নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোহাম্মদ আমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলেন নিহত মোশাররফের স্ত্রী শাহিনুর আক্তার (৩০) এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন তার পরকীয়া প্রেমিক রিপন (৪০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর গভীর রাতে শাহিনুর আক্তার তার প্রেমিক রিপনকে ঘরের জানালা দিয়ে প্রবেশ করান। ঘুমন্ত অবস্থায় মোশাররফকে বৈদ্যুতিক শক দিয়ে অচেতন করার পর বাথরুমে নিয়ে বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার পর রিপন পালিয়ে যায়।

ঘটনার পর নিহতের ভাই সোলায়মান বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দিলে বিচার শেষে রোববার রায় ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।

সজীব/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন আদালত মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর