তিন দফা দাবিতে ববি শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৯:১৫
ছবি : বাংলাদেশের খবর
তিন দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি মেনে না নিলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
রোববার (৩১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা জানান, প্রয়োজনে তারা আমরণ অনশনেও যাবেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আমিনুল ইসলাম, ববি শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বর্তমানে বিলুপ্ত) সাবেক আহ্বায়ক রাকিব আহমেদ এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের শাখা সংগঠক সাক্ষর।
ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘ইউজিসি ও মন্ত্রণালয় আমাদের ১১ হাজার শিক্ষার্থীর প্রাণের দাবিকে উপেক্ষা করছে। তারা কোনো আলোচনা বা যোগাযোগের চেষ্টা করেনি। অবকাঠামো উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংস্কারের তিন দফা দাবি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। এবার আমরা রাজপথেই এর বাস্তবায়ন করব।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রাকিব আহমেদ বলেন, ‘কর্তৃপক্ষ মনে করছে আমরা থেমে যাবো। কিন্তু এই তিন দফা দাবি আমাদের অস্তিত্বের দাবি। ২৪ ঘণ্টার মধ্যে দাবি না মানলে আমরা অনির্দিষ্টকালের জন্য ঢাকা-কুয়াকাটা মহাসড়ক বন্ধ করে দেব।”
শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো :
১. তিন মাসের মধ্যে ফিজিবিলিটি স্টাডির কাজ শেষ করা;
২. দ্রুততম সময়ে ১৫০ একর জমি বুঝিয়ে দেওয়া;
৩. পরিবহন সংস্কারের একটি রোডম্যাপ প্রকাশ করা।
উল্লেখ্য, প্রায় এক মাস ধরে শিক্ষার্থীরা এই দাবিগুলো আদায়ের জন্য আন্দোলন করছেন।
গাজী আরিফুর রহমান/এআরএস

