Logo

সারাদেশ

তিন মাসের অপেক্ষা শেষে খুলছে সুন্দরবনের দুয়ার

Icon

শেখ আবু তালেব, বাগেরহাট

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৯:২১

তিন মাসের অপেক্ষা শেষে খুলছে সুন্দরবনের দুয়ার

ছবি : বাংলাদেশের খবর

তিন মাস বন্ধ থাকার পর আগামী সোমবার (১ সেপ্টেম্বর) থেকে বনজীবী ও পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ এই বনে প্রতিবছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত পর্যটন ও মাছ ধরা নিষিদ্ধ থাকে। এ সময়ে মাছ, কাঁকড়া ও অন্যান্য জলজ প্রাণীর প্রজননকাল হওয়ায় বন বিভাগ এ নিয়ম কার্যকর রাখে।

স্থানীয় বনজীবীরা জানান, সুন্দরবন বন্ধ থাকায় গত তিন মাস জেলেরা চরম দুর্দশার মধ্যে ছিলেন। জীবিকা বন্ধ থাকায় অনেকেই ধারদেনা করে পরিবার চালিয়েছেন।

শরণখোলার বনজীবী মাসুম ফরাজী বলেন, ‘তিন মাস মাছ ধরতে না পারায় সংসার চালাতে কষ্ট হয়েছে। ধারদেনা করতে হয়েছে। সরকার থেকেও কোনো সহায়তা পাইনি। এখন বন খোলায় কিছুটা স্বস্তি ফিরবে।’

অন্যদিকে, পর্যটক ও ট্যুর অপারেটরদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। কারণ, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সময়টিই সুন্দরবন ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত মৌসুম। খুলনা থেকে চলাচলকারী বিভিন্ন ট্যুর কোম্পানির ৭০টিরও বেশি জাহাজ ইতোমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সাধারণ সম্পাদক নাজমুল আলম ডেভিড বলেন, ‘আমরা আশা করছি, প্রতি বছরের মতো এবারও প্রচুর পর্যটক সুন্দরবন ভ্রমণে আসবেন।’

শরণখোলা ট্যুর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির মুনসী বলেন, ‘বন খোলার পর হরিণ, পাখি, জলজ প্রাণীর অবাধ বিচরণ আর প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে পর্যটকরা মুখিয়ে আছেন। ভাগ্য ভালো হলে রয়েল বেঙ্গল টাইগারও দেখা যেতে পারে।’

বাগেরহাট পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম বলেন, ‘১ সেপ্টেম্বর থেকে বনজীবী ও পর্যটকরা যথাযথ নিয়ম মেনে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন। জেলেদের জন্য জেলেপাস এবং পর্যটকদের জন্য পারমিটের নিয়ম আগের মতোই থাকবে। নিরাপত্তার স্বার্থে বনরক্ষীরা সর্বক্ষণ টহলে থাকবে।’

তিন মাস পর আবার প্রাণচাঞ্চল্যে ফিরতে যাচ্ছে সুন্দরবন। একদিকে জীবিকা ফিরে পাবেন বনজীবীরা, অন্যদিকে পর্যটকরা উপভোগ করবেন প্রকৃতির অপার সৌন্দর্য।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সুন্দরবন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর