Logo

সারাদেশ

মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১৯:৫৮

মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

মুন্সীগঞ্জ শহরে নির্মাণাধীন একটি আবাসিক ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বড় বাজার সংলগ্ন খালইস্ট এলাকায় সিঙ্গাপুর প্রবাসী সবুজ কাজীর নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— শাহীন ইসলাম (২৮), ফিরোজ মিয়া (১৮) ও মোহাম্মদ ইব্রাহিম (২৫)। তাদের বাড়ি যথাক্রমে পঞ্চগড়, রংপুরের গাইবান্ধা ও বগুড়া জেলায় বলে জানিয়েছে পুলিশ।

ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সেপটিক ট্যাংকের পরিষ্কার ও ঢাকনা লাগানোর কাজ করছিলেন তারা। দুপুরের দিকে একজন শ্রমিক ট্যাংকের ভেতরে নামলে জমে থাকা বিষাক্ত গ্যাসে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে উদ্ধারে আরও দুই শ্রমিক নামলে তারাও অজ্ঞান হয়ে আটকা পড়েন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই তিন শ্রমিকের মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, নিহতদের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আবু সাঈদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর