Logo

সারাদেশ

ঠাকুরগাঁওয়ের প্রবীণ রাজনীতিবিদ ইমদাদুল হক আর নেই

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ২০:২৯

ঠাকুরগাঁওয়ের প্রবীণ রাজনীতিবিদ ইমদাদুল হক আর নেই

ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ ইমদাদুল হক আর নেই।

শনিবার রাত ১১টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রোববার বিকেলে পীরগঞ্জের পারিবারিক গোরস্থানে জানাযার নামাজ শেষে তাকে দাফন করা হয়।

ঠাকুরগাঁও-৩ আসনে ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হন ইমদাদুল হক। তিনি পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তার মৃত্যুতে এলাকাবাসীসহ রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।

আবু সালেহ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর