Logo

সারাদেশ

মির্জাপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ২০:৩৪

মির্জাপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

টাঙ্গাইলের মির্জাপুরে হুফফাজ ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দিনব্যাপী শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ ও আবু হুরায়রা (রা.) হিফজ মাদরাসায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ছয়জন বিশেষজ্ঞ।

সকালে অনুষ্ঠান উদ্বোধন করেন মির্জাপুর থানা জামে মসজিদের ঈমাম ও খতিব হাফেজ মাওলানা ফরিদুল হুসাইন। অনুষ্ঠানে মির্জাপুর মারকাযুল উম্মাহ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মনিরুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা হাফিজুর রহমান। এছাড়া অনুষ্ঠানে অনেক হাফেজ, মাওলানা, মুফতিসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিও উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার মাদরাসা থেকে আগত প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ক্ষুদে হাফেজরা কুরআন তেলাওয়াত ও হিফজ প্রদর্শন করে উপস্থিত সবার মন জয় করেন।

আয়োজক আবু হুরায়রা (রা.) হিফজ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী আহমদুল্লাহ বলেন, ‘আমাদের লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত করা এবং কুরআনপ্রেমী প্রজন্ম গড়ে তা বিশ্বের দরবারে তুলে ধরা।’

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ইয়েস কার্ড, ক্রেস্ট, সার্টিফিকেট ও বিভিন্ন মূল্যবান পুরস্কার তুলে দেন অতিথিরা।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর