Logo

সারাদেশ

সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, প্রতারক পালোয়ান আটক

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ২০:৩৮

সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, প্রতারক পালোয়ান আটক

ছবি : বাংলাদেশের খবর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার অভিযোগে আমিনুল ইসলাম পালোয়ান (৬০) কে আটক করেছে সেনাবাহিনী। তিনি উপজেলার বোডের হাট এলাকার বাসিন্দা। রোববার (৩১ আগস্ট) বিকেলে তাকে আটক করা হয়।

সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, গত ৪ জুন ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’ কর্মসূচির আওতায় আটককৃত প্রতারক আমিনুল ইসলাম পালোয়ানের তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম সেনা ক্যাম্প থেকে ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের অধীনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মেজর মো. শাহরিয়ার আহাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্তোষপুর স্থানীয় বাজার থেকে অবৈধভাবে মজুদকৃত ২০০ বস্তা ভিজিএফ চাল উদ্ধার করা হয়।

এ ঘটনায় যৌথ বাহিনী প্রশাসনকে অবহিত করে মামলা দায়ের করে। পরে অভিযুক্তদের কাছে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়ে সেনাবাহিনীর নাম ব্যবহার করে নগদ এক লাখ টাকা দাবি করা হয়। এ ঘটনায় প্রমাণ স্বরূপ অডিও ক্লিপ সংরক্ষিত আছে।

জিজ্ঞাসাবাদের সময় আমিনুল ইসলাম পালোয়ান সেনাবাহিনীর নাম ব্যবহার করে টাকা দাবি করার বিষয়টি স্বীকার করেন। পরে তাকে নাগেশ্বরী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার মেজর মো. শাহরিয়ার আহাদ জানান, অপকর্ম ও দুর্নীতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সেনাবাহিনী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর