Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় নৌকা বাইচ দেখতে মানুষের ঢল

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ২১:০৬

আলফাডাঙ্গায় নৌকা বাইচ দেখতে মানুষের ঢল

ফরিদপুরের আলফাডাঙ্গায় অনুষ্ঠিত হয়ে গেল আবহমান বাঙালি জাতির ঐতিহ্য ও শতবর্ষের প্রাচীন সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ নৌকা বাইচ প্রতিযোগিতা।

রোববার (৩১ আগস্ট) উপজেলার বুড়াইচ ইউনিয়নের পানিপাড়া গ্রামে দিগন্ত বিস্তৃত বিলে বিকাল থেকে শুরু হয়ে এ নৌকা বাইচ চলে সন্ধ্যা পর্যন্ত। স্থানীয় যুবসমাজের আয়োজনে প্রতিযোগিতায় ছোট-বড় ছয়টি নৌকা অংশ নেয়। বাইচ শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

বাংলা ও বাঙালির চিরায়ত সংস্কৃতির প্রাচীনতম এ উৎসব উপভোগ করতে শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ নির্বিশেষে সকলেই মেতে ওঠে আনন্দে-উল্লাসে। দুপুর থেকেই গোটা এলাকা জুড়ে হাজারো মানুষের ঢল নামে। বাইচ দেখতে উৎসুক মানুষের সমাগমের মধ্য দিয়ে সৃষ্টি হয় এক উৎসব মুখর পরিবেশ। 

নৌকা বাইচ অনুষ্ঠানে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নিয়ামত হোসেন পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস। 

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির ও সাবেক অপর যুগ্ম আহবায়ক আহম্মেদ সিকদার। 

এ বিষয়ে আয়োজক কমিটি জানায়, নদীমাতৃক বাংলায় সময়ের বিবর্তনে আর কালের পথ পরিক্রমায় নৌকা বাইচের সংস্কৃতি হারিয়ে যাওয়ার উপক্রম। তাই হাজার বছরের গ্রাম-বাংলার প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

রাকিবুল/এইচকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর