রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলুর মরদেহ উদ্ধার

খুলনা প্রতিনিধি
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৬
-68b4fd3ae9ba0.jpg)
ছবি : সংগৃহীত
খুলনার রূপসা সেতুর নিচ থেকে সংবাদ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার, খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য ওয়াহিদুজ্জামান বুলুর মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রূপসা সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয় পরিচয়পত্র থেকে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। ওয়াহিদুজ্জামান বুলু খুলনা মহানগরীর শিববাড়ি এলাকার আকবর আলীর ছেলে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে নৌপুলিশকে খবর দেওয়া হয়। পরে রূপসা নৌপুলিশ ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।
নিহতের পরনে ছিল নীল রঙের গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তবে তার ডান হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী এক ঝালমুড়ি বিক্রেতা জানিয়েছেন, তিনি সাংবাদিক বুলুকে সেতু থেকে লাফ দিতে দেখেছেন।
পুলিশ জানায়, গত ১১ মে সাংবাদিক বুলুর স্ত্রী এলিজা পারভীন লিজা নিখোঁজ হন। পৈত্রিক বাড়ি বিক্রি নিয়ে পারিবারিক দ্বন্দ্ব ছিল। ২৫ বছরের দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান ছিল না।
সাংবাদিকের লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তারকিুল ইসলাম/এআরএস