Logo

সারাদেশ

চাঁদপুরে যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৮

চাঁদপুরে যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ

ছবি : বাংলাদেশের খবর

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (৩১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) চাঁদপুর আঞ্চলিক বিক্রয় কার্যালয়ের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী ফজলে বারি।

তিনি জানান, কুমিল্লা থেকে চাঁদপুরে গ্যাস সরবরাহ লাইনের কুমিল্লার লাকসাম মোদাফ্ফরগঞ্জ বিজরা এলাকায় পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ কারণে চাঁদপুর শহর, হাজীগঞ্জ, শাহরাস্তি ও মতলব দক্ষিণ উপজেলার গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

প্রকৌশলী ফজলে বারি আরও বলেন, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ইতোমধ্যে এসব এলাকায় গ্রাহকদের উদ্দেশে মাইকিং করা হয়েছে এবং সোমবার (১ সেপ্টেম্বর) দিনেও মাইকিং চলবে। সাময়িক ভোগান্তির জন্য তিনি গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেন।

আলআমিন ভূঁইয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্যাস সরবরাহ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর