Logo

সারাদেশ

দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানালেন সাবেক উপমন্ত্রী দুলু

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৪

দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানালেন সাবেক উপমন্ত্রী দুলু

ছবি : বাংলাদেশের খবর

সাবেক উপমন্ত্রী ও বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, গণতান্ত্রিক সরকার না থাকলে উন্নয়ন ব্যাহত হয়। সুযোগ থাকা সত্ত্বেও বর্তমান স্বৈরাচারী সরকার লালমনিরহাটে উল্লেখযোগ্য উন্নয়ন করেনি।

রোববার (৩১ আগস্ট) বিকেলে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘আলোকিত লালমনিরহাট—আমাদের অঙ্গীকার’ স্লোগানে সুধী সমাবেশ ও মুক্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘দেশে উন্নয়ন করতে হলে সবার আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এজন্য দ্রুত নির্বাচন দিতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। এতে সুশীল সমাজের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। সভায় জেলার উন্নয়নে করণীয় নিয়ে মুক্ত আলোচনা হয়।

রাহেবুল ইসলাম টিটুল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর