Logo

সারাদেশ

বাউফলে ইয়াবাসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫

বাউফলে ইয়াবাসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসান গাজীকে ইয়াবাসহ গ্রেপ্তারের পর সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) রাতে দপ্তর সম্পাদক মো. আতিকুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে কেশবপুর ইউনিয়নের ফাজিলপুর গ্রামে অভিযান চালিয়ে বাউফল থানা পুলিশ ২৫ বছর বয়সী হাসান গাজীকে ১০৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। তিনি একই গ্রামের হালিম গাজীর ছেলে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সাম্প্রতিক এ ঘটনার কারণে পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দল হাসান গাজীকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে। সংগঠনের সভাপতি মো. মশিউর রহমান মিলন এবং সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন মোহন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদক ব্যবসায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’

আরিফুল ইসলাম সাগর/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর