Logo

সারাদেশ

মির্জাপুরে বজ্রপাতে বৃদ্ধ টিউবওয়েল মিস্ত্রির মৃত্যু

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩

মির্জাপুরে বজ্রপাতে বৃদ্ধ টিউবওয়েল মিস্ত্রির মৃত্যু

ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে নিজ বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে বিল্লাল হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার তরফপুর ইউনিয়নের ডৌহাতলী বড়চালা গ্রামে এ ঘটনা ঘটে।

তরফপুর ইউপি চেয়ারম্যান আজিজ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার জানায়, দুপুরে বজ্রসহ বৃষ্টির সময় তিনি বাড়ির উঠানে কাজ করছিলেন। এসময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত বিল্লাল হোসেন টিউবওয়েল স্থাপনের কাজ করতেন।

মির্জাপুর থানার দায়িত্বরত ডিউটি অফিসার জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বজ্রপাত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর