Logo

সারাদেশ

চরফ্যাসনে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প

Icon

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩

চরফ্যাসনে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চরফ্যাসনে দিনব্যাপী ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প চলছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় ফ্যাশন স্কয়ারে কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সহযোগিতায় চরফ্যাসন জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি কয়ছর আহমেদ কমল, যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মহাজন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভুট্রু ও উপজেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক কামাল গোলদার।

জিয়া স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে জানানো হয়, এই ক্যাম্পে উপজেলার কয়েকশ’ চক্ষু রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন ঢাকা থেকে আগত চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকগণ।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর