Logo

সারাদেশ

সিরাজগঞ্জে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

Icon

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২

সিরাজগঞ্জে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

সিরাজগঞ্জে ১ হাজার ৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২।

স্থানীয়রা জানান, সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের ঢাকা-নাটোরগামী মহাসড়কের দক্ষিণ পার্শ্বে ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল ও রেস্টুরেন্টের সামনে রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

ChatGPT said:

গ্রেপ্তরকৃতরা হলেন পাবনা জেলার সুজানগর থানার ভবানিপির গ্রামের মৃত সেকেন্দার আলী মন্ডলের ছেলে মো. আব্দুল মজিদ মন্ডল (৪৮), পাবনা সদর থানার রাধানগর গ্রামের মৃত আব্দুল জলিল শেখের ছেলে মো. আমিনুল ইসলাম রনি (৪৫) এবং দোহারপাড়া গ্রামের মৃত জহুরুল ইসলাম রইসের ছেলে মো. রাশেদ রানা (৪২)।

এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেট, ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন এবং নগদ ২০ হাজার ২২০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর