সিরাজগঞ্জে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২
-68b5395b82080.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সিরাজগঞ্জে ১ হাজার ৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২।
স্থানীয়রা জানান, সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের ঢাকা-নাটোরগামী মহাসড়কের দক্ষিণ পার্শ্বে ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল ও রেস্টুরেন্টের সামনে রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
ChatGPT said:
এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেট, ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন এবং নগদ ২০ হাজার ২২০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এআরএস